আবারো হাসপাতালে সাকিব

 


আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার পূর্বে আজ বুধবার দুপরে দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে নেয়া হয়েছে সাকিব আল হাসানকে।

 এর ফলে আজকের ঐচ্ছিক অনুশীলনে ভাগ নাও নিতে পারেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। স্ক্যানের এই রিপোর্টের ওপর নির্ভর করবে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে পুনেতে খেলতে পাববেন কি না সাকিব। তবে গতকাল অনুশীলনে দেখা গিয়েছিল সাকিবকে। 

এ সময় রানিং এবং ব্যাটিং দেখে যে কারো মনে হতে পারে সুস্থ আছেন সাকিব। এদিন অনুশীলনে অনেক সাবলীলই দেখা গেছে টাইগার অধিনায়ককে।

 দলের ফিজিওবায়েজিদুল ইসলামকে নিয়ে পূর্বে ছোট ছোট রানিং করেন। তারপর ধাপে ধাপে বড় রানিংয়ে যান তিনি। বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে হলে অবশ্য অধিনায়ক ও পারফরমার সাকিবের কোনো বিকল্প নেই! ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তিনি। 

 গত সোমবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বলেন, সাকিব এই ম্যাচ (ভারতের বিপক্ষে) খেলে বিশাল ইনজুরিতে পড়ুক, সেটা চাই না।’ তিনি বলেন, 'চোট পাওয়ার পরও সে ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। মোরা চাই না ঝুঁকি নিতে। 

এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।’ এর পূর্বে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন ভারতকে হারাতে পারলে সবচেয়ে প্রচুর খুশি হন তিনি।

 যে ফলে টাইগার অধিনায়ক এই ম্যাচকে ঘিরে বড় স্বপ্নই দেখছেন! এর পূর্বে গত ১৩ অক্টোবর ম্যাচ ইতি করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং ইনিংস চলাকালে পেশিতে টান পড়েছিল। সে সমস্যাই প্রকট হয়েছিল কি না তা নিয়ে ছিল সংশয়। ম্যাচ শেষেও দেখা যায়নি সাকিবকে।

  তার জায়গায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url