১৫ আগস্ট ৩২ নম্বরে গিয়ে হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
ঢাকার ধানমন্ডি ৩২ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৫ আগস্ট শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন।
আজ শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মমিন পাটোয়ারী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহসম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সদস্য ছিলেন।
গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আজ মমিন পাটোয়ারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এম এ মমিন পাটোয়ারী ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাঁকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার সূত্র জানায়, মমিন পাটোয়ারীর সংসারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। তিনি ডায়াবেটিস ও হৃদ্রোগেও আক্রান্ত ছিলেন। তাঁর মরদেহ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url