মিশিগানে বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক ও আলোচনা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির সিটি হলের সামনে ১৮ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক সভা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিশিগান স্টেট ও মহানগর শাখা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করে অনুষ্ঠান শুরু করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ১৫ আগস্টে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চাঁন।
আলোচনায় বক্তারা বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ নামক দেশটির স্বপ্নদ্রষ্টা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা, বাঙালি ও বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বারবার ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, ’৭৫ থেকে ৯০ সাল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশে নিষিদ্ধ ছিলেন কিন্তু তিনি ছিলেন বাঙালির মননে, হ্রদয়ে। আওয়ামী লীগ উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন, বারবার এই সংগঠনের ওপর ঝড়ঝঞ্ঝা এসেছে কিন্তু বারবার দলটি ঘুরে দাঁড়িয়েছে। এবারও সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঘুরে দাঁড়াবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর ও স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মোছা এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব।
অনুষ্ঠানে মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী ছাড়াও মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url