জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়ের আইনের ১১ (১) অনুযায়ী অধ্যাপক আমানুল্লাহকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও আচার্য। উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ হবে চার বছর। তবে আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্যান্য বিশ্ববিদ্যায়লের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান পদত্যাগ করলে পদটি শূণ্য হয়।
এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হয়।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url