বরিশালে বাসে আগুন, কাউন্সিলরের কার্যালয় ভাঙচুর ।
বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের কালুখান বাড়িসংলগ্ন সিঅ্যান্ডবি রোডে (ঢাকা-বরিশাল মহাসড়ক) এ ঘটনা ঘটে। পাশাপাশি সেখানে থাকা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ও আওয়ামী লীগের ব্যানার-পোস্টার সাঁটানো একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। কার্যালয় দুটির আসবাব সড়কে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার আগমুহূর্তে একদল পুলিশ সদস্য ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের হটিয়ে চৌমাথা থেকে আমতলার মোড়ের দিকে নিয়ে যায়। ওই সময় পুলিশ সদস্যদের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর মহাসড়কটিতে আবারও বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। সন্ধ্যার পরপরই হেলমেটধারী কিছু লোক এসে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনের সড়কের ওপর থাকা বিআরটিসি বাসটিতে আগুন দেয়। পাশাপাশি কাউন্সিলর কার্যালয়টি ভাঙচুর করে। আর রাস্তার অপর পাশে থাকা আওয়ামী লীগের ব্যানার-পোস্টার সাঁটানো একটি অফিসে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় ব্যক্তি জানান, অগ্নিসংযোগকারীদের স্থানীয় বলে মনে হয়নি। এমনকি ছাত্র বলেও মনে হয়নি।
ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। তবে বিক্ষোভকারীরা আগুন না নিভিয়ে চলে যাওয়ার জন্য বলেন, না হলে হামলার হুমকি দেন। জানমালের নিরাপত্তায় বাধ্য হয়ে তারা সেখান থেকে চলে আসে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url