মনিকার চুমু, সমুদ্রে আলভেতি, আর যা দেখা গেল ভেনিসে যুক্তরাষ্ট্রের সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ দিয়ে শুরু হচ্ছে ভেনিস চলচ্চিত্র উৎসব। ছবির ফটোকলে দেখা যাচ্ছে অভিনেতা উইলেম ড্যাফোকে। এএফপি২ / ৪‘বিটলজুস বিটলজুস’-এর ফটোকলে প্রখ্যাত ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তাঁকে দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন আলোকচিত্রীরা। অভিনেত্রী ভক্তদের উদ্দেশে ছুড়ে দেন উড়ন্ত চুমু। এএফপি৩ / ৪উৎসবে হাজির তরুণ মার্কিন অভিনেত্রী জিনা ওর্তেগা। এএফপি৪ / ৪মডেল ও অভিনেত্রী যেভেভা আলভেতি; ভেনিস উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। এএফপি এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url