ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসি চান মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসি চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এ নিয়ে আইন চান তিনি। প্রয়োজনে দিল্লিতে আন্দোলন করবেন।
আজ বুধবার কলকাতার মেয়ো রোডে আয়োজিত সভায় এসব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠন টিএমসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই আইন (ধর্ষকের ফাঁসি) বিধানসভায় পাস করে তা পাঠিয়ে দেব রাজ্যপালের কাছে। আমরা আগে বলেছি, আমরা বদলা চাই না, বদল চাই। আজ বলছি বদলও নয়। ওদের ষড়যন্ত্র ফাঁস করুন। বাংলার মানুষ আপনাদের দিকেই তাকিয়ে আছেন। তারা শান্তি চায়।’
এদিকে বিজেপির ডাকে পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার বন্ধ্ পালিত হয়েছে। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ‘নবান্ন অভিযান’ কর্মসূচি পালনের সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় এ বন্ধ্ ডাকা হয়েছে।
বন্ধের কারণে সড়ক ও রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। বিজেপির কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে তৃণমূলের সমর্থকদের। বারাকপুরের ভাটপাড়ায় গুলির ঘটনা ঘটেছে। সেখানে রবি সিং নামের বিজেপির একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা ও কলকাতা সিটি করপোরেশনের কাউন্সিলর সজল ঘোষসহ অনেকে নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, পুলিশ গত দুই দিনে এখন পর্যন্ত ১ হাজার ৩৫০ জনকে গ্রেপ্তার করেছে।
জুনিয়র চিকিৎসকেরা আজও শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন। তাঁরা চিকিৎসক হত্যার ষড়যন্ত্রকারীদের অবিলম্বে শনাক্ত করে শাস্তির দাবি করেন।
এদিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘অনেক হয়েছে। নারীদের ওপর আর অত্যাচার বরদাশত নয়। আর জি করের ঘটনা নিয়ে আমি হতাশ এবং আতঙ্কিত। কোনো সভ্যসমাজ মা–বোনদের ওপর এই অত্যাচার মেনে নিতে পারেন না।’
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url