৮৯৯ গোল করে রোনালদো বললেন, এটা কেবল শুরু

 


আগামী ফেব্রুয়ারিতে চল্লিশে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বয়সেও ফুটবল খেলার প্রতি তাঁর ঝোঁক কতটা গভীর, সেটা বোঝা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সময় গতকাল রাত ২টা ৪৪ মিনিটে করা তাঁর পোস্টে।

এক্সে পোস্টটি করার আগে মাঠে নেমেছিলেন পর্তুগিজ কিংবদন্তি। সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে তাঁর দল আল-নাসর। এই ম্যাচে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন রোনালদো। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৮৯৯তম গোল। ২২ বছরের পেশাদার ক্যারিয়ার পেরিয়ে এতগুলো গোলের পর রোনালদো তাঁর পোস্টে লিখেছেন, ‘এটা কেবল শুরু। চলো এগিয়ে যাই আল নাসর।’

ম্যাচের ৫ মিনিটে রোনালদোর বানানো বল থেকে গোল করেন আল নাসরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা। প্রথমার্ধে যোগ করা সময়ের ১০ মিনিটে আল ফেইহার বক্সের সামনে ফাউলের কারণে ফ্রি কিক পায় আল নাসর। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, ফ্রি কিকটি নেওয়ার আগে রোনালদো পর্তুগিজ ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে নিজেই নিজেকে বলেছেন, ‘আমিই সেরা।’

ফ্রি কিকে গতিতে ভরসা না রেখে বলটি সঠিক জায়গা দিয়ে জালে পাঠানোই লক্ষ্য ছিল রোনালদোর। তাঁর বাঁকানো শটটটি ঠিক সেভাবেই আল ফেইহা গোলকিপারের বাঁ দিক দিয়ে আশ্রয় নিয়েছে জালে। ফ্রি কিক থেকে এটা ছিল রোনালদোর ক্যারিয়ারে ৬৪তম গোল। এই তালিকায় লিওনেল মেসি ও ডেভিড বেকহামের চেয়ে এক গোল পিছিয়ে আছেন রোনালদো। ৭৭ গোল নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিল ও লিওঁর সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জুনিনহো পেরনামবুকানো।


সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ২৩ মৌসুম ফ্রি কিক থেকে গোল পেলেন রোনালদো। তবে ম্যাচের ৫৯ মিনিটে ক্যারিয়ারের ৯০০তম গোলও পেতে পারতেন পর্তুগিজ ফরোয়ার্ড। তালিসকার পাস থেকে গোলকিপারকে সামনে একা পেয়েও বল পোস্টের বাইরে মারেন রোনালদো।

এ যাত্রায় না হলেও ক্যারিয়ারের ৯০০তম গোলটি যে রোনালদো দ্রুতই পেয়ে যাবেন, তা না বললেও চলে। মার্সেলো ব্রোজোভিচ এবং তালিসকা আল নাসরের হয়ে ম্যাচের বাকি দুটি গোল করেন। সৌদি প্রো লিগে এ নিয়ে আল নাসরের দুই ম্যাচেই গোল পেলেন রোনালদো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url