সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আবার রিমান্ডে
হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে আবার তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার বিকেলে রিমান্ডের এ আদেশ দেন।
রাজধানীর ভাটারা থানায় করা সোহাগ মিয়া হত্যা মামলায় গত শনিবার আ স ম ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে একই মামলায় আরও সাত দিনের রিমান্ডে চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আ স ম ফিরোজকে ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিএমপি। পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url