ভিয়েতনাম ও থাইল্যান্ড সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্মেলনে যুক্ত দিতে বেইজিংয়ে রয়েছেন পুতিন।
সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড ও ভিয়েতনামের নেতাদের সাথে বৈঠক করেছেন পুতিন। এ সময় উনি তাদের দেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই ভিয়েতনাম রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে।
এমনকি তাদের সবচেয়েস বড় অস্ত্র রপ্তানিকারক মস্কো। দেশটির প্রেসিডেন্ট ভো ভ্যান থুং বলেছেন, পুতিন তার আমন্ত্রণ ‘খুশির সঙ্গে’ গ্রহণ করেছেন আর শীঘ্রই ভিয়েতনাম সফর করবেন।
এদিকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ফুকেট (জনপ্রিয় রিসোর্ট দ্বীপ) পছন্দ করেন, আমি বুঝি উনি প্রায়ই ভ্রমণ করেন।’
ওই সফরগুলোর জন্য কোনো তারিখ গণনা করা হয়নি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে পুতিন অত্যন্ত কম জায়গায়ই সফর করতে পারবেন।
কারণ ইন্টারন্যাশনাল পাপ আদালত (আইসিসি) এই বছরের শুরুতে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে রাশিয়ায় নির্বাসনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
থাইল্যান্ড অথবা ভিয়েতনাম উভয়ই আইসিসি রোম সংবিধিতে রাষ্ট্রীয় পক্ষ নয়।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url