ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে তিন শিক্ষার্থীর অবস্থান

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীর অবস্থান। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে
ছবি : সংগৃহীত

ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা অবস্থান করেন। বৃহস্পতিবারও এ কর্মসূচি পালন করেন তাঁরা।


অবস্থানরত শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শফিকুল আজম ভূঁইয়া, চারুকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) অর্ক এবং লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের মোফাজ্জল হোসাইন।

এ সময় অবস্থানকারীরা ‘বন্ধ ক্লাসরুম খুলে দাও, সেশনজট রুখে দাও’, ‘আমি আদু ভাই হতে চাই না, প্রশাসনের নামে প্রহসন চাই না’, ‘তুমি কে, আমি কে? আদু ভাই, আদু ভাই’, ‘বন্ধ থাকুক ক্লাস-এক্সাম জাতি হোক কাবু, ডিম পাড়া হাঁস খাক দারোগা বাবু’সহ বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।


অবস্থানকারীরা বলেন, তাঁদের এ কর্মসূচি একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার আদায়ের কর্মসূচি। করোনার সময় দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল। সে সময় তাঁরা সেশনজটে পড়েছেন। তা কাটিয়ে ওঠার আগেই গত জুলাই থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে আছে। এর ফলে তাঁরা আবারও অনেক পিছিয়ে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁরা দ্রুত ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করার দাবি জানান।


প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, প্রভোস্টসহ অনেক দপ্তরপ্রধান পদত্যাগ করেছেন। এ ছাড়া রেজিস্ট্রার ও হিসাব শাখার পরিচালক, অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা ক্যাম্পাসে আসছেন না। 


যার ফলে কার্যত অকেজো হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। তাই অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার দাবি জানান তাঁরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url