মেসি মাঠের বাইরে, তবু রেকর্ড সুয়ারেজের সঙ্গে
ফুটবলে জুটির কথা বললে ওপরের দিকেই থাকবে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের নাম। বার্সেলোনায় একসঙ্গে জুটি বেঁধে অসামান্য সব অর্জন নিজেদের নামের পাশে লিখেছেন এ দুজন। বার্সেলোনায় এ দুজন ২৫৮ ম্যাচে করেছেন ৬২১ গোল।
এই গোলগুলোর ৪৩টি গোল সুয়ারেজ করেছেন সরাসরি মেসির পাস থেকে। অন্যদিকে মেসি ৫৬ গোল করেছেন সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে। বার্সার হয়ে দুজন মিলে জিতেছেন ১৩টি ট্রফি। যেখানে ৪টি লা লিগার পাশাপাশি আছে ১টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও।
গত রোববার মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফ নিশ্চিত করার পথে জোড়া গোল করেন সুয়ারেজ। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন এই উরুগুয়েন স্ট্রাইকার, যেটি ছিল এ মৌসুম তাঁর তৃতীয় ম্যাচসেরার পুরস্কার। এর মধ্যে দিয়ে মেসিকে সঙ্গে নিয়ে আরও একটি রেকর্ডের জন্ম দিয়েছেন সুয়ারেজ।
এর আগে এমএলএস মৌসুমে তিনবার ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন মেসিও। ফলে ইন্টার মায়ামি এখন এমএলএসের প্রথম দল, যাদের দুই খেলোয়াড় এক মৌসুমে তিনবার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। আর এভাবে ইন্টার মায়ামির একটি রেকর্ডে একসঙ্গে জুড়ে গেল মেসি-সুয়ারেজের নাম।
এর আগে গত এপ্রিলে দুবার করে ম্যাচসেরার পুরস্কার জিতে ডেভিড বেকহাম ও ল্যান্ডন ডনোভানের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি-সুয়ারেজ। ২০০৮ সালে এ কীর্তি গড়েছিলেন বেকহাম-ডনোভান জুটি।
মজার ব্যাপার হচ্ছে, সুয়ারেজের সঙ্গে মেসি যখন রেকর্ড বইয়ে নাম লেখাচ্ছেন, তখন কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক মাঠের বাইরে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে কোপা আমেরিকা ফাইনালে চোটে পড়েন মেসি। সেদিনের পর এখনো মাঠে ফেরা হয়নি তাঁর।
মায়ামির কোচ জেরার্দো মার্তিনো অবশ্য বলেছেন, এমএলএসের প্লে-অফের আগেই চোট কাটিয়ে মাঠে ফিরবেন মেসি। আর মাঠে ফিরে সুয়ারেজের সঙ্গে মিলে হয়তো আরও রেকর্ড গড়ায় মনোযোগ দেবেন আর্জেন্টাইন অধিনায়ক। এমএলএসের প্লে-অফ শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url