জানেন কি ইউটিউব মিউজিকের মতো গান খোঁজা যাবে টিকটকে
ইউটিউব মিউজিকের ‘সং ডিটেকশন’ টুলের আদলে নিজেদের অ্যাপে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে টিকটক। ‘সাউন্ড সার্চ’ নামের এ সুবিধা চালুর ফলে গুনগুন করে গান গাইলে বা সুর উচ্চারণ করলেই সেই গান খুঁজে দেবে ভিডিও-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটি। ফলে গানের কথা বা সুর জানা থাকলেই সেই গান দ্রুত খুঁজে পাওয়া যাবে। টিকটকের তথ্যমতে, সাউন্ড সার্চ সুবিধা কাজে লাগিয়ে সহজেই নতুন বা পুরোনো গান খুঁজে পাওয়া যাবে। শুধু তা-ই নয়, গানটি যেসব ভিডিওতে ব্যবহার করা হয়েছে, সেসব ভিডিও একসঙ্গে দেখা যাবে। ফলে পছন্দের গান শোনার পাশাপাশি প্রাসঙ্গিক ভিডিওগুলো দেখা যাবে।
সাউন্ড সার্চ সুবিধায় নতুন গান এবং নতুন শিল্পীর গাওয়া গানও খুঁজে পাওয়া যাবে। ব্যবহারকারীদের পছন্দের গান দ্রুত খুঁজে পাওয়ার সুযোগ দিতেই এ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে টিকটক। বর্তমানে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশের টিকটক ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url