জয়পুরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার একজনের মৃত্যু
জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে বিক্ষোভকারীরা। পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বেলা সাড়ে ১১টায় তোলাছবি: প্রথম আলো
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় আহত শ্রমিক লীগের সাবেক নেতা আবদুর রহিম (৫২) মারা গেছেন। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে জয়পুরহাটে আজ রোববার দুজনের মৃত্যু হলো।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল আজ রাত ৯টায় আবদুর রহিমের মৃত্যুর তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আরও পড়ুন
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালান। এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে থাকা স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ ১০ থেকে ১২ জনকে কুপিয়ে জখম করা হয়। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আবদুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি ছোড়ে। এ সময় গুলিতে মেহেদী হাসান নামের একজন নিহত হন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল বলেন, হামলা ও মারধরের শিকার শ্রমিক লীগের সাবেক নেতা আবদুর রহিম বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আবদুর রহিমের বাসা জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায়।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url