সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচে ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। এ সময় উপদেষ্টা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁর জন্য দোয়া ও আশু রোগমুক্তি কামনা করেন।
গত রোববার সচিবালয়ের সামনে আনসারদের হামলায় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন।
উপদেষ্টা পরে হাসপাতালের চক্ষু ওয়ার্ডে যান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url