মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে থাকা তথ্যের সারাংশ লিখে দেবে কো–পাইলট

 

মাইক্রোসফট ওয়ার্ডে থাকা তথ্যের সারাংশ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার কো–পাইলট চ্যাটবট। এর ফলে আকারে বড় ওয়ার্ড ফাইল সম্পূর্ণ না পড়েই উল্লেখযোগ্য তথ্যগুলো জানার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে মাইক্রোসফট।


এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে নির্দিষ্টসংখ্যক উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারী কো–পাইলটের মাধ্যমে ওয়ার্ডে থাকা তথ্যের সারাংশ দেখার সুযোগ পাচ্ছেন। এ সুবিধা চালু হলে ওয়ার্ড ফাইল খোলার পর রিবন বারের নিচে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ দেখা যাবে। সারাংশের আকার বড় হলে সি মোর অপশনে ক্লিক করে বিস্তারিত পড়া যাবে। ব্যবহারকারীরা চাইলে ডায়ালগ বক্সের ওপরের ডান দিকে থাকা ক্যারেট আপ আইকনে ক্লিক করে সারাংশ সুবিধা বন্ধ রাখতে পারবেন।


মাইক্রোসফটের তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে সারাংশ লিখে দেওয়ায় কো–পাইলটের মাধ্যমে আকারে বড় নথি সহজে পড়া যাবে। ফলে বিভিন্ন কাজ দ্রুত করতে পারবেন ব্যবহারকারীরা। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।


গত বছরের নভেম্বরে মাইক্রোসফট অফিস স্যুটে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়, এর মধ্যে কো–পাইলট অন্যতম। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর আদলে তৈরি কো–পাইলট চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়। শুধু তা-ই নয়, লিখিত প্রম্পটের মাধ্যমে কৃত্রিম ছবি তৈরিসহ আউটলুকে আসা ই-মেইলের উত্তরও পাঠানো যায়।


সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url